১৯ এপ্রিল, ২০২৪

Assembly: মমতার মুখে মোদী স্তুতি, বললেন,'ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তায় প্রধানমন্ত্রীর সমর্থন নেই'
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-19 17:38:11   Share:   

সোমবার বিধানসভায় (Assembly) পাশ হয়েছে সিবিআই-ইডির (CBI ED) 'অতিসক্রিয়তায়' অভিযোগে আনা নিন্দা প্রস্তাব। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৮৯টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৬৪টি। এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রস্তাবের পক্ষে বলতে উঠে মুখ্যমন্ত্রীর মুখে প্রধানমন্ত্রীর প্রশংসা শোনা গিয়েছে। ইডি-সিবিআই যখন, তখন যার তাঁর বাড়ি চলে যাচ্ছে। এই কাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সমর্থন নেই। বিজেপি নেতারা এসব করাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ধমকানো-চমকানোর চেষ্টা করছে। তিনি জানান সিবিআই-ইডির অতি সক্রিয়তার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাব আদতে কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা চেয়ে সওয়াল।

বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির উদ্দেশ্যে এদিন আর কী বললেন মুখ্যমন্ত্রী? 

বাংলার সরকার স্বাধীনচেতা সরকার, চোরের মায়ের বড় গলা

কী দেশ ছিল কী হয়েছে, দু'লাইন পড়তে পারেন না 

শুধু বলেন দেখে নেবো, ২০২৪-এ একেবারে যাবে

গেরুয়া বসন পরে, টাকার পাহাড়ে বসে আছেন

সারদা, নারদায় সুব্রত দা, ববি সবার বাড়িতে অভিযান হয়েছে

বিজেপি আজ ক্ষমতায় আছো, তাই তুমি আজ সাধু হয়েছো

তিন-চার মাসে ১০৮ টা কেস করেছে কেন্দ্রীয় এজেন্সি

ব্যবসায়ীরা পালিয়ে যাচ্ছে, আর এদিকে সকালে নোটিশ, বিকেলে...

নোটিশ, আমি বিশ্বাস করি না নরেন্দ্র মোদী এসব করেছেন বা উনার সমর্থন রয়েছে

বিজেপির নেতারা করাচ্ছেন, আপনারা বুনো ওল হলে, আমরা বাঘা তেঁতুল

২৪-এ কেন্দ্রের বিজেপি সরকার পগারপার, মহারাষ্ট্রে টাকা দিয়ে সরকার ভাঙলেন কোথায় পেলেন এত টাকা?

সব লুটেছে, সরকার ভাঙছে টাকা দিয়ে, আর আপনারা সাধু?

বাংলার জনগণের টাকা, বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছো

এরা গান্ধীজির নাম বলে না, প্রধানমন্ত্রীকে সম্মান করে বলছি 

প্রধানমন্ত্রীজি এদের সামলান, গণতন্ত্রের ৩টে হাতিয়ার কব্জা করার চেষ্টা হচ্ছে

সংবাদ ব্যবস্থা, বিচারসভা এবং জনগণ, নোবেল প্রাইজ উদ্ধার করতে পেরেছে সিবিআই? নেতাই পেরেছে? ওদের সাকসেস রেট খুব খারাপ 


Follow us on :