LATEST NEWS
28 May, 2023

Airport: জি-২০-র প্রস্তুতি বৈঠকে যোগ দিতে অভিষেককে সঙ্গে নিয়ে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-১২-০৫ ১৫:০০:০৭   Share:   

সোমবার দিল্লি উড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। তাঁর সফরসঙ্গী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বিকেল ৫.৩০টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে জি-২০-র (G-20 Meet)  প্রস্তুতি বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যাবেন আজমের শরীফ ও পুষ্কর। ৭ তারিখ দুপুরে দিল্লিতে সৌগত রায়ের বাসভবনে সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল (TMC) সভানেত্রী। এদিন দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, 'সোমবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী একটা বৈঠক ডেকেছেন জি-২০-র আয়োজন কেন্দ্রিক। কলকাতাতেও এই মহা সম্মেলনের তিন-চারটি ভেন্যু আছে। সেই বৈঠক শেষ হতে হতে রাত হয়ে যাবে। মঙ্গলবার আজমের শরিফ যাবো, পুষ্কর যাবো। মঙ্গলবার রাতেই ফিরে আসবো। বুধবার সাংসদের নিয়ে বৈঠক আছে, সেটা সেরে রাতে ফিরে আসবো।' 

গুজরাতের দ্বিতীয় দফায় ভোটে রোড শোয়ের মাধ্যমে ভোট দিতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযোগে সরব বিরোধীরা। এদিন বাংলার মুখ্যমন্ত্রীকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা নির্বাচন কমিশনের দেখার কথা। ভোটের দিন রোড শো নিষিদ্ধ। এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের উপর মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, 'ঘটনার সময় দু'জন জুনিয়র ডাক্তার ছিল। একটা যুবক মারা গেলে বা দুর্ঘটনায় পড়লে একটু মন খারাপ থাকে। কিন্তু এভাবে করা উচিৎ না। আমি কষ্ট করে এসএসকেএম ট্রমা সেন্টার বানিয়েছি। রাতে মৃতদেহের পরিবার ঢুকে দু'জন জুনিয়র ডাক্তারকে নিগ্রহ করেছি। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সুপার এবং পুলিসের সঙ্গে কথা হয়েছে। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা পুলিস দেবে।'

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :