১৯ এপ্রিল, ২০২৪

Mamata: 'এখন দুয়ারে চাকরি আর বাইরে যেতে হবে না', নেতাজি ইনডোরের অনুষ্ঠানে দাবি মুখ্যমন্ত্রীর
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-12 15:54:43   Share:   

বাংলায় ৪০% দারিদ্রতা (Proverty Level in Bengal) কমেছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর দাবি, 'স্কিল ডেভলপমেন্টের (Skill Development) আওতায় কয়েকলক্ষ ছাত্র-ছাত্রী চাকরি পাবে।'এই অনুষ্ঠানে স্কিল ডেভেলপমেন্ট এবং কারিগরি শিক্ষায় উত্তীর্ণদের নিয়োগ পত্র প্রদানের ঘোষণা করেন। সোমবারের অনুষ্ঠান থেকে ৩০ হাজার পড়ুয়াকে ১৩৬টি সংস্থায় নিয়োগের প্রসঙ্গ উল্লেখ করেন। স্কিল প্রশিক্ষণ প্রোগ্রামে বাংলার ৯ জন শীর্ষস্থানে রয়েছে। তাঁদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। ৫০ হাজার টাকা পুরস্কারমূল্য পাবেন মেধাবী পড়ুয়ারা। তাঁর দাবি, 'আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই। চাকরি আপনার ঘরের সামনে আপনাকে ডাকবে, আপনাকে শুধু খোঁজ রাখতে হবে। দুয়ারে রেশন, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী করে দিয়েছি, স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দিয়েছি।'

আর কী বললেন তিনি---

আমার স্বপ্ন বাংলা বিশ্ব সেরা হবে। কন্যাশ্রীতে আমরা সেরা হয়েছি। দুর্গাপুজো স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। কয়েকদিন আগে কালচারাল ট্যুরিজম ডেসটিনেশন, বিশ্বে প্রথম স্টেট হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা। ২৩ মার্চ বার্লিনে পুরস্কার দেওয়া হবে। আমি যাব, গর্ব করার মতো বিষয় হলেও আমি নিজে যাই, নয়তো যাই না 

বাংলায় ৪৫ হাজার মেয়েরা চাকরি পেয়েছে। বাংলায় এগিয়ে যাচ্ছে মেয়েরা।

উৎকর্ষ বাংলা নামটা স্বার্থক

নিয়োগের চিঠি পেয়েছো কেউ? মমতা বলেন ইমেলে উৎকর্ষ বাংলার লোগো-সহ চিঠি যাবে। চিঠি পেয়ে অনেকে জয়েন করে গিয়েছে

আজ, কাল, পরশুর মধ্যে নিয়োগ পান কিনা দেখুন, নয়তো আমি ১৫ তারিখ থাকব খড়গপুরে জানাবেন

খড়গপুরে ৭ হাজার নিয়োগপত্র দেব। বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, দুর্গাপুরে-সহ অন্য জেলার ছেলেমেয়ে মিলিয়ে ৩০ হাজার নিয়োগ দেব পুজোর আগে 

সরাসরি কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তাঁতিদের ৩ বছরের জন্য বরাত দেওয়া হচ্ছে।

দুর্গাপুজোর সময় ৪০ হাজার কোটি টাকার বেশি ব্যবসা হয়। ৯০ লক্ষ এমএসএমই বা স্মল স্কেল ইউনিট হয়েছে

এখানে কিছু পলিটিক্যাল দল ও মিডিয়া ভালো কিছু দেখায় না। আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখনও দেখাতো রেলে ইঁদুর ঘুরছে, এখন কী ঘুরে বেরোয়? ভালো জিনিস দেখায় না, ভালো হবে কী করে?

দেউচা পাচামিতে কতগুলো মানুষ অশান্তি করে বেরাচ্ছে। আমরা কর্মসংস্থান করে দিচ্ছি। ১ লক্ষ কর্মসংস্থান হবে। চাকরির জন্য বাইরে যাওয়ার দরকার নেই

আমার লক্ষ্য এখন শিল্প। ৩৪ বছরে শিল্প তছনছ হয়েছে, শিল্পে নবজাগরণ হবে।

আমার লক্ষ্য কর্মসংস্থান, কর্ম সঙ্কোচন নয়

রেল, সেইল বিক্রি হয়ে যাচ্ছে। আমরা এখানে বন্ধ করতে দিই না। কেন্দ্রে ক্ষমতায় থাকা দল কর্মসংস্থান চায় না, চাকরি চায় না। শুধু এজেন্সি রাজ চলছে

বেঙ্গল আগামির গন্তব্য, আসুন এবং বিনিয়োগ করুন, আমরা বণিক, শিল্পপতিদের পক্ষে



Follow us on :