২৫ এপ্রিল, ২০২৪

Mamata: নেতাজির জন্মদিনে শাঁখ বাজান মমতা, কেন্দ্রকে 'নন-প্ল্যানিং' খোঁচা মুখ্যমন্ত্রীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-23 18:54:50   Share:   

রেড রোডে সরকারি উদ্যোগে নেতাজির জন্মজয়ন্তী পালন (Netaji Birthday)। এই অনুষ্ঠানে সপার্ষদ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। বেলা ১২.১৫টা নাগাদ শঙ্খধ্বনি এবং সাইরেন বাজিয়ে নেতাজিকে স্মরণ করে শুরু হয় মূল অনুষ্ঠান। সমবেত সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে চলে অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে শাঁখ বাজাতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মূল মঞ্চে ছিলেন বসু (Netaji Family) পরিবারের তিন সদস্য সুগত বসু, সুমন্ত বসু এবং চন্দ্র বসু।


এই অনুষ্ঠান মঞ্চ থেকে ঘুরিয়ে নরেন্দ্র মোদীর আন্দামান-নিকোবরের অনুষ্ঠানকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আজকে কেউ নাম করতে বলতেই পারে, আমরা করলাম শহিদ দ্বীপ, স্বরাজ দ্বীপ। সেটা একদম না, এটা সুভাষচন্দ্র বসু যখন আন্দামানের সেলুলার জেল পরিদর্শনে গিয়েছিলেন, সে সময় করে এসেছিলেন।'

পাশাপাশি প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা পরোক্ষে করেন মুখ্যমন্ত্রী। খোঁচার সুরে মমতার প্রশ্ন, 'দেশের পরিকল্পনা কী হবে, নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন। এখন প্ল্যানিংয়ের চেয়ে, নন- প্ল্যানিং বেশি হচ্ছে। উঠেই গিয়েছে প্ল্যানিং কমিশন। কেন জানেন, আমাকে কেউ বলতে পারবেন?'


Follow us on :