১৯ এপ্রিল, ২০২৪

Sourav: দাদার পাশে দিদি! 'সৌরভকে কোন উদ্দেশে বাদ দেওয়া হল', জানতে চান মুখ্যমন্ত্রী
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-17 16:07:51   Share:   

বিসিসিআই (BCCI) সভাপতি পদ থেকে সৌরভের অপসারণ প্রশ্নে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। কলকাতা বিমানবন্দর থেকে উত্তরবঙ্গ (North Bengal) উড়ে যাওয়ার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সৌরভের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, 'সৌরভ (Sourav Ganguly) আমাদের গর্ব। আইসিসি ভোটে লড়তে সৌরভকে সুযোগ করে দেওয়া উচিৎ। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে উদ্যোগ নিক। ও বিসিসিআই সভাপতি ছিল এবং দক্ষতার সঙ্গে কাজ করেছে এবং মাঠেও দক্ষতা দেখিয়েছে। কোর্ট একটা অর্ডার দিয়েছিল সৌরভ এবং জয় শাহকে তিন বছরের মেয়াদ বাড়িয়েছিল।'

তিনি জানান, অমিতবাবুর ছেলে রয়ে গেল। কিন্তু কোন উদ্দেশে সৌরভকে বাদ দেওয়া হল? এটা অন্যায় হয়েছে। এই ক্ষতিপূরণ করতে গেলে ওকে আইসিসি ভোটে লড়ার সুযোগ করে দেওয়া হোক। আমার প্রধানমন্ত্রীর উদ্দেশে অনুরোধ। সৌরভ বঞ্চিত হয়েছে, ওকে আইসিসি-তে লড়তে অনুমতি দেওয়া হোক। ও বাংলা, দেশ-সহ গোটা বিশ্বের গর্ব। ক্রিকেট যারা ভালবাসে সভার কাছে সৌরভ গর্ব। এই খবরে আমি খুব শোকাহত। তাই বিষয়টির রাজনৈতিককরণ না করে প্রতিহিংসার চোখে না দেখে অরাজনৈতিক ব্যক্তিত্ব সৌরভকে আইসিসি ভোটে লড়ার সুযোগ দেওয়া হোক।

এদিন মুখ্যমন্ত্রীর বলেন, 'উত্তরবঙ্গ সফরে তিনি মালবাজার বিসর্জন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। তারপর উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।'


Follow us on :