রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিবিআই। ৯০ দিনের মাথায় বগটুই-কাণ্ডে চার্জশিট জমা দিল সিবিআই আধিকারিকরা। সিলবন্ধ খামে চার্জশিট পেশ করে সিবিআই। সোমবার রামপুরহাট আদালতে চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
পাশাপাশি রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল রামপুরহাট আদালত। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দিকে এগোচ্ছেন সিবিআই আধিকারিকরা। ৪ অভিযুক্তরা হলেন, পলাশ খান, নিউটন, মাসাদ শেখ, মহি শেখ। ভাদু খুনে এফআইআরে এই চার জনের নাম আছে। তবে এই ৪ জনই পলাতক বলে সূত্রের খবর। এদিন রামপুরহাট আদালত চত্বর সহ শহরের বিভিন্ন জায়গায় নোটিস ঝুলিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
প্রসঙ্গত, গত ২১ মার্চ ভাদু শেখ খুনের পরেই একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
২৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতা আনারুল হোসেনকে গ্রেফতার করা হয়। ২৫ মার্চ উচ্চ আদালতের নির্দেশে বগটুই গণহত্যা-কাণ্ডের তদন্তভার সিবিআই গ্রহণ করে।