ব্রেকিং নিউজ
CBI-probe-into-TET-corruption-orders-to-cut-salaries-of-269-teachers
TET: টেট দুর্নীতিতেও সিবিআই তদন্ত, ২৬৯ জন শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-06-13 16:10:51


প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট ২০১৪ তে দুর্নীতি খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। নির্দেশে বলা হয়েছে, ২০১৭ সালের দ্বিতীয় নিয়োগ তালিকা বেআইনি। ওই তালিকায় ২৬৯ জনের নিয়োগ আইনবিরুদ্ধ। এঁদের বেতন বন্ধের পাশাপাশি এঁরা যাতে স্কুলে ঢুকতে না পারেন, সেটাও সুনিশিচিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব ও সভাপতিকে। চেয়ারম্যান তথা বিধায়ক মানিক ভট্টাচার্য ও সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করার নির্দেশ। নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ আজ বিকেলে ৫ টার মধ্যে। যদি হাজিরা না দেন, সিবিআই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন