২৫ এপ্রিল, ২০২৪

Birbhum: ভাদু খুনে সেই বগটুই থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার মূল চক্রী পলাশ ওরফে ফয়জুল
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-02 14:00:32   Share:   

সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার বীরভূমের (Birbhum) ভাদু শেখ খুনে মূল ষড়যন্ত্রকারী পলাশ শেখ ওরফে ফয়জুল খান। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে সিবিআই জানতে পারে সিন্ডিকেট নিয়ে বিবাদ ছিল ভাদু শেখ (Bhadu Sekh Murder) এবং ফয়জুল খানের। পথের কাঁটা সরাতেই রামপুরহাট থানার অন্তর্গত বগটুই গ্রামে ভাদুকে বোমা মেরে খুন করেছে ফয়জুল। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বুধবার বগটুই থেকেই ফয়জুলকে গ্রেফতার করা হয়েছে।

এ প্রসঙ্গে উল্লেখ্য, ভাদু শেখ যেখানে খুন হয়েছিলেন সেখানে এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল ফয়জুলকে। ঘটনার পর থেকেই ফেরার ছিল সে। এদিকে, চার্জশিটেও ফয়জুল শেখকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে দেখিয়েছে সিবিআই। তার মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করছিল সিবিআই। মঙ্গলবার রাতে বগটুই গ্রামে পাওয়া যায় টাওয়ার লোকেশন। সেখানে হানা দেন সিবিআই আধিকারিকরা। গ্রাম থেকেই গ্রেফতার করা হয় পলাশ শেখকে। সিবিআই সূত্রে খবর ভাদুকে প্রথম বোমা মেরেছিল ফয়জুল খান।

এই হত্যাকাণ্ডের পরে নারকীয় ঘটনা ঘটেছিল বগটুই গ্রামে। জীবন্ত দগ্ধ করা হয়েছিল অন্তত ১১ জনকে। ভাদু শেখ খুন-সহ সেই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে সিবিআই।


Follow us on :