২৫ এপ্রিল, ২০২৪

Bus: পুলিসি হেনস্থার প্রতিবাদ, শিলিগুড়ি শহরে অনির্দিষ্টকালীন চালক-কন্ডাক্টরের বাস বন্ধের ডাক
CN Webdesk      শেষ আপডেট: 2022-12-16 16:38:00   Share:   

একদিকে যানজট (traffic jam), অন্যদিকে পুলিসের (police) হয়রানির অভিযোগ। এবার অনির্দিষ্টকালের জন্য বাস (bus) চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল চালক-কন্ডাক্টররা। ফলে সমস্যায় শিলিগুড়িবাসী। কিন্তু হঠাৎ কেন তাঁদের এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, শিলিগুড়ি (Siliguri) শহরের সঙ্গে মহকুমার বিভিন্ন এলাকার যোগাযোগ রক্ষার জন্য শিলিগুড়ি থেকে খড়িবাড়ি, নকশালবাড়ি-সহ বিভিন্ন রুটে বেসরকারি বাস চলাচল করে। এমনকি বাস চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ও রয়েছে। তবে যানজটের জেরে বাসের গতি থমকে যায় শহরের অভ্যন্তরে। এদিকে আবার শহরের গণ্ডি পেরিয়ে গন্তব্যর পথে বাস দ্রুত গতিতে ছুটতে শুরু করলেই গুণতে হচ্ছে জরিমানা।

চালক এবং কন্ডাকটরদের অভিযোগ, বিভিন্ন পথে পুলিসের তরফে স্পিড ব্রেকার বসানো থাকছে। যার দরুণ নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে গতি বাড়াতেই বিপদ বাড়ছে। প্রায় প্রতিক্ষেত্রেই জরিমানা গুণতে হচ্ছে তাঁদের। তারই প্রতিবাদ জানিয়ে আচমকাই বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিল বেসরকারি লোকাল বাসের চালক এবং কন্ডাকটররা। তবে তাঁদের এমন সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।


Follow us on :