Share this link via
Or copy link
নিমন্ত্রণ খেতে যাওয়াটাই কি কাল হল? ঘরে ফিরল না ছেলে। অপেক্ষায় বসে মা। উত্তর ২৪ পরগনার বাসুদেবপুর থানা এলাকার চণ্ডীতলার ঘটনা।
এলাকার এক আমবাগানের গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায়। যুবককে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বন্ধুর বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল বাসুদেবপুর অঞ্চলের যুবক সুদীপ ঠিকাদার। কিন্তু সময় পেরোলেও ছেলে ঘরে ফেরে না। স্বভাবতই চিন্তায় পড়েন বাড়ির সদস্যরা। এরপর সকালেই তাঁরা জানতে পারেন, সুদীপের দেহ ঝুলছে চণ্ডীতলার একটি আমবাগানে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পরিবারের লোকজন। ঘটনাস্থলে আসে বাসুদেবপুর থানার পুলিস।
মৃত যুবকের মায়ের দাবি, ছেলেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি স্থানীয় ক্লাবের সদস্যদের দিকেই অভিযোগের আঙুল তোলেন। পাশাপাশি এলাকায় ওই ক্লাবকে না রাখার দাবি তোলেন তিনি।
ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিস। এখন অভিযুক্তদের উপযুক্ত শাস্তির অপেক্ষায় মৃতের পরিবার।