দেড় বছরের ভাইঝির কান্নাকাটিতে ঘুম ভেঙে গিয়েছিল কাকার। সেই রাগে বৌদির গলায় ছুরির কোপ মারলো দেওর। নৃশংস এই ঘটনাটি শনিবার রাতে উত্তর ২৪ পরগণার দেগঙ্গা সোহাই কুমারপুর গ্রাম পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায়। জখম বৌদিকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দেওরের নাম অমর দাস। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমরের দাদা অরুণ দাস দেগঙ্গা থানার সিভিক ভলান্টিয়ার। শিখা ও অমরের দশ মাসের একটি কন্যাসন্তান আছে। শনিবার রাতে দেড় বছরের শিশুকন্যা কান্নাকাটি করছিল। সেই সময় পাশের ঘরে ঘুমোচ্ছিল অমর। ভাইঝির কান্নাকাটিতে ঘুম ভেঙে যায় তার। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় ক্ষেপে গিয়ে বৌদি শিখা দাসের গলায় অমর ছুরি মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় শিখাকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার পরই বাড়ি থেকে পালিয়ে যায় অমর। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে দেগঙ্গা থানার পুলিস।
পরিবারের দাবি, অতি শীঘ্রই গ্রেফতার করা হোক অমরকে।