২৬ এপ্রিল, ২০২৪

Joynagar: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত জয়নগর! বোমাবাজি, অন্তত ৭ জন চিকিৎসাধীন
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-11 17:36:47   Share:   

বুধবার সকালেই উত্তপ্ত জয়নগর (Joynagar)। সকালেই বোমাবাজির (bomb) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক সূত্রে খবর, ঘটনায় জখম (injured) হয়েছেন গ্রামেরই বেশ কয়েকজন। আতঙ্কিত (panic) এলাকাবাসী। কিন্তু কেন ঘটল এমন ঘটনা তার তদন্তে পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানা এলাকার উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর-গাজিপাড়ায় বল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের মতে, গাজি পাড়ার মাঠে খেলার প্যান্ডেল করাকে ঘিরেই এই গণ্ডগোলের সূত্রপাত।

বুধবার সকালে হঠাৎ এলাকায় কয়েকজন দুষ্কৃতী এসে অনবরত বোমাবাজি করতে থাকে। সেই বোমার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে জয়নগর থানার বিশাল পুলিসবাহিনী। আহতদের মধ্যে ৭ জনকে চিকিৎসার জন্য জয়নগর ২ নম্বর ব্লকের নিমপীঠ শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিকে, পুলিস ঘটনাস্থল থেকে ১২টি ক্যাসেট বোমা উদ্ধার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা। ঘটনাস্থল থেকে জয়নগর থানার পুলিস দু'জনকে আটকও করেছে, তদন্তে পুলিস। 


Follow us on :