LATEST NEWS
28 May, 2023

Maldaha: বোমাবাজি এবং গুলির লড়াইয়ে উত্তপ্ত মালদহ, মৃত ২, আহত ৪
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৭-১৭ ০৯:২১:২৯   Share:   

বোমাবাজি এবং গুলির লড়াইয়ে উত্তপ্ত মালদহের মানিকচক। নিহত দুই তৃণমূল কর্মী, জখম আরও ৪ জন। ভোররাত থেকে শুরু বোমাবাজি। দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলির লড়াইয়ে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। আবার প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দল। মানিকচকের গোপালপুর এলাকা দখল নিয়ে গন্ডগোল। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। মৃতরা হলেন সফিকুল ইসলাম(৩২), ফজরুল শেখ(৩৭)।

সূত্রের খবর, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের টেন্ডারকে কেন্দ্র করে এই গোলমালের সূত্রপাত। পঞ্চায়েত প্রধান ও তৃণমূলের অঞ্চল সভাপতির মধ্যে গন্ডগোল বলে স্থানীয় সূত্রে অভিযোগ। ক্ষমতা প্রদর্শন করে নিজের অনুগামীদের টেন্ডার পাইয়ে দিচ্ছেন প্রধান। এ জন্য সভাপতির লোকেরা কাজ পাচ্ছেন না। শনিবার রাতে ফোনে একে অপরকে হুমকি দেন বলেও জানা গেছে।। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরই দুই গোষ্ঠীর লোকেরা একে অপরকে আক্রমণ করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, গত ২৮ মে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল।

Ad code goes here

ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাত সকালে এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। গোটা ঘটনার তদন্তে পুলিস।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :