ব্রেকিং নিউজ
Bomb-blast-happened-in-Titagarh-school-during-class-led-massive-tension-among-area
Titagarh: ক্লাস চলাকালীন টিটাগড়ের স্কুলে বোমা বিস্ফোরণ, বিকট শব্দে এলাকায় আতঙ্ক

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-09-17 14:27:01


ক্লাস চলাকালীন টিটাগড়ের (Titagarh Bombing) এক স্কুলে বোমা বিস্ফোরণ। শনিবারের বারবেলার বিকট এই শব্দে এলাকায় উত্তেজনা। জানা গিয়েছে, টিটাগড় স্টেশন রোড এলাকার ফ্রি ইন্ডিয়া হাইস্কুলের (High School) ছাদে প্রচণ্ড শব্দে এই বিস্ফোরণ। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেক দূর পর্যন্ত শব্দ পাওয়া গিয়েছে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের সূত্র খুঁজতে স্কুল কর্তৃপক্ষ ছাদে উঠলেই দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সুতলি।

আতঙ্কে পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় এবং পুলিসের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্কুলেই বোমা মজুত ছিল না বাইরে থেকে কেউ ছুড়েছে খতিয়ে দেকছে পুলিস। এই বিস্ফোরণ প্রসঙ্গে এক পুলিস কর্তা জানান, ফরনেসিক দিয়ে খতিয়ে দেখা ব্যবস্থা নেওয়া হবে। এখনই এই বিস্ফোরণের কারণ জানানো অসম্ভব। তবে হতাহতের কোনও খবর নেই।


স্কুলের এক শিক্ষক বলেন,'বিকট শব্দে বাইরে বেড়িয়ে উপরে ধোঁয়া দেখে ছাদে আসতেই দেখি এই অবস্থা। এই বোমা ছাদে না পড়ে স্কুলমাঠে বা অন্য কোথাও পড়লে শিশুদের আহত হওয়ার সম্ভাবনা ছিল।' 

স্থানীয় এক বাসিন্দা জানান, তাঁরা সেই সময় পাড়ায় ছিলেন। বিকট শব্দ শুনে খোঁজ নিতেই জানা যায় এই অবস্থা। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন