২৫ এপ্রিল, ২০২৪

Birbhum: গরু পাচারে সক্রিয় ইডি-সিবিআই! তারপরেও পাচারের আগে নলহাটিতে আটক তিন গাড়ি গরু
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-28 15:29:54   Share:   

আবারও গরু পাচার (Cow smuggling) আটক দিল বীরভূমের নলহাটি থানার পুলিস (police)। পুলিস সূত্রে খবর, শুক্রবার রাতের অন্ধকারে ঝাড়খণ্ড  (Jharkhand) থেকে বীরভূমে (Birbhum) ঢুকছিলো তিন গাড়ি গরু। সেই সময়ই হাতেনাতে ধরা পড়ে ধৃতরা।

জানা যায়, পুলিস গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমান্ত নলহাটি থানার নাচপাহাড়ি গ্রামের কাছে ভোর রাতে পুলিসি তল্লাশি চালায়। আর তাতেই গরু ভর্তি তিন গাড়ি আটক করে পুলিস। পুলিস সূত্রে জানানো হয়, ধৃতদের কাছে কোনও বৈধ কাগজ ছিল না। বৈধ কাগজ দেখাতে না পারায় মোট ৩৭টি গরু ও তিনটি গাড়ি আটক করে পুলিস। সঙ্গেই গ্রেফতার করা হয় তিনজনকে। শুক্রবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।

ইতিমধ্যে গরু পাচার-কাণ্ডের তদন্তে ঝাঁজ বাড়িয়েছে সিবিআই-ইডি। গ্রেফতার অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। সায়গল এই কাণ্ডে অন্যতম বড় চক্রী, এমনটাই এযাবৎকাল তদন্তে জানতে পেরেছে ইডি। তাই তাঁকে দিল্লি নিয়ে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে গরু পাচার-কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত অনুব্রত মণ্ডল এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারে বন্দি। 


Follow us on :