২৪ এপ্রিল, ২০২৪

Coal: কয়লা-কাণ্ডে বিকাশ-সহ ৮ ইসিএল কর্তার ১৪ দিনের আরও জেল হেফাজত
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-13 19:02:44   Share:   

কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত ৮ জন ইসিএল (ECL) আধিকারিককে মঙ্গলবার নিয়ে আসা হয় আসানসোল (Asansol) আদালতে। গত ৩১-ই অগাস্ট তাঁদের আসানসোল আদালতে (court) নিয়ে এলে বিচারক ১৪ দিনের জেল হেফাজত নির্দেশ দিয়েছিলেন। সেই মতো আজ আবার তাঁদের আসানসোলের আদালতে নিয়ে আসা হয়। তবে বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। অভিযুক্ত বিকাশ মিশ্রকে প্রেসিডেন্সি জেল (jail) থেকে আসানসোল বিশেষ সিবিআই (CBI) আদালতে নিয়ে আসে সিবিআই।

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে নাম জড়ানো বিনয় মিশ্রের ভাই বিকাশকে দিল্লি থেকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর এই মামলায় ইতিমধ্যেই বিকাশ সহ ইসিএলের বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে মোট ৮ জন কর্তা গ্রেফতার হয়েছেন। তাঁদের সবাইকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৭ শে সেপ্টেম্বর।


Follow us on :