ব্রেকিং নিউজ
Photography award জাতীয় স্তরে ফটোগ্রাফি প্রতিযোগিতায় তিনটি পুরস্কারই বাংলার ঝুলিতে
HomestatePhotography award জাতীয় স্তরে ফটোগ্রাফি প্রতিযোগিতায় তিনটি পুরস্কারই বাংলার ঝুলিতে
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-20 19:12:55
জার্নালিস্ট মহেন্দ্র চৌধুরীর মৃত্যুর পর তাঁর স্মৃতিতে মধ্যপ্রদেশের জব্বলপুরের বিভিন্ন ফটোগ্রাফারদের সম্মিলিত প্রচেষ্টায় গঠিত হয়েছিল চিত্রাঞ্জলী। প্রতি বছরই ফটোগ্রাফারদের উৎসাহিত করতে এবং সম্মানিত করতে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারা। এবছর ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে মধ্যপ্রদেশের সীমারেখা পার করে সারা ভারতবর্ষের মধ্যে ২৭৬০ জন ফটোগ্রাফারের ৬৫০০ টি পাঠানো ছবির মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান বেছে নেওয়া হয়। তবে বাংলার জন্য অত্যন্ত সুখবর। সেরা তিনটি পুরস্কারই এবার এসেছে বাংলার ঝুলিতেই।

তৃতীয় পুরস্কার কলকাতার, দ্বিতীয় পুরস্কার পুরুলিয়ার এবং প্রথম পুরস্কার প্রাপক নদীয়ার শান্তিপুরের বাসিন্দা সন্দীপ প্রামাণিক।
এই প্রসঙ্গে সন্দীপ জানান, গত ডিসেম্বর মাসে ফটোগ্রাফারদের গ্রুপে প্রথম জানতে পারেন এ ধরনের আয়োজনের কথা। তখনই আবেদন করেন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। এরপর গত ১৬ ই জানুয়ারি মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে এই সুখবর পান তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। আয়োজক চিত্রঞ্জলীর সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতায় ছিল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। প্রথম পুরস্কার হিসেবে নগদ অর্থ ১ লক্ষ টাকা, সার্টিফিকেট এবং ট্রফি। আগামী ২৪ শে ফেব্রুয়ারি কুরিয়ার এবং মানি অর্ডারের মাধ্যমে পৌঁছবে সেই পুরস্কার বাড়িতে। জয়ের আনন্দ উৎসর্গ করেছেন সমস্ত ফটোগ্রাফারদের।

তবে বাংলার ঝুলিতে তিনটি পুরস্কারেই খুশি শিল্পীমহল থেকে সাধারণও। আগামীতে আরও পুরস্কার আসবে বলেই আশাবাদী রাজ্যবাসী।