২৫ এপ্রিল, ২০২৪

Weather: আগামি দু'দিন একই থাকবে ঠাণ্ডা, সংক্রান্তির আগে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-11 08:52:08   Share:   

আগামী ৪৮ ঘণ্টায় বাংলায় তাপমাত্রার (Temperature) কোনও বদল নেই। মূলত একই রকম থাকবে তাপমাত্রা। কিন্তু ১৩ তারিখ দিয়ে ১৫ তারিখ ধাপে ধাপে বাড়বে পারদ (Winter)। গঙ্গাসাগর স্নানে সেভাবে কনকনে ঠাণ্ডা অনুভূত হবে না। এমনটাই আলিপুর আবহাওয়া (Alipore Weather Office) দফতর সূত্রে খবর। তবে ১৬ জানুয়ারি থেকে পারদ পতন শুরু হবে। ১৪ তারিখ অর্থাৎ সংক্রান্তির দিন কলকাতা-সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার সম্ভাবনা। তবে জেলায় ঠাণ্ডা থেকেই যাবে।

উত্তর বা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে দার্জিলিং আর কালিম্পংয়ে ১৩ জানুয়ারির পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। আগামী ১৭ তারিখ অবধি দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে আর কুয়াশা থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


Follow us on :