১৯ এপ্রিল, ২০২৪

Weather: শীতের বিদায়বেলায় পারদ পতন! তবে কি বঙ্গে ফিরছে শীত?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-30 12:09:12   Share:   

শীতের বিদায় ঘণ্টা বেজেছে তা হাওয়া অফিস আগেই জানিয়েছে। তবে শীতের (Winter) ফিরতি পথে ফের পারদ পতন বঙ্গে। রবিবারের পর সোমবারও একধাক্কায় তাপমাত্রা (Temperature) ১৭ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রিতে নেমেছে। ফলে ফের ভোরে এবং রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে শহর এবং শহরতলিজুড়ে (Kolkata)। অন্যদিকে, জেলার তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে বলা যায়, বিদায়ের আগে শীত আরেকবার কামড় বসাবে রাজ্যে (Bengal)। যদিও মৌসম ভবন আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার কিছুটা তাপমাত্রা বাড়বে।

সোমবার সকালে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়বে পারদ। রোদ ঝলমলে আকাশ এবং কুয়াশার চিহ্ন নেই। কাজেই সপ্তাহের প্রথম কাজের দিন বেশ আরামেই কাটাচ্ছেন শহরবাসী। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। নেই বৃষ্টির ভ্রুকুটি।


Follow us on :