২০ এপ্রিল, ২০২৪

Weather: আর কয়দিন গায়ে গরম জামা, কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস?
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-05 10:59:13   Share:   

আগামী দুই দিন পারদ নিম্নমুখী। আগামি সপ্তাহ থেকে বিশেষ করে বুধবার থেকে তাপমাত্রার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। রাতের তাপমাত্রা বিশেষ বাড়ার সম্ভাবনা আগামী বুধবার থেকে। উত্তরবঙ্গে নিম্নমুখী থাকবে তাপমাত্রা, কিছুটা হলেও উপভোগ করা যাবে শীতের আমেজ। কমবেশি দুই বঙ্গে আগামি কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

এদিকে, ঠাণ্ডার তীব্রতা কমতে শুরু করেছে। সকালের দিকে ঠাণ্ডা থাকলেও বেলা গড়ালেই তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে আর কয়েকদিন গরম জামা গায়ে চাপানোর মরশুম, এমনটাই বলছেন আবহবিদরা। এদিকে, সপ্তাহের শেষ দুই দিন আকাশ পরিষ্কার এবং রাজ্যজুড়েই কিছুটা হলেও শীতের আমেজ। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া, পাশাপাশি রাতের তাপমাত্রা গত কয়েক দিন ধরে বেশ খানিকটা কমছে। বর্তমানে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি আবার কোথাও কোথাও তিন ডিগ্রি কমেছে পারদ। আগামী দিন তিনেক তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


Follow us on :