২৯ মার্চ, ২০২৪

Weather: মাঘের শুরুতেই শীত উধাও বঙ্গে, জানুন সরস্বতী পুজোয় কত উষ্ণ থাকবে বাংলা
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-25 12:04:41   Share:   

সবে মাত্র মাঘের শুরু তাতেই বাংলার আকাশে-বাতাসে উধাও শীতের (Winter) কনকনে ভাব। উত্তুরে হাওয়ার যা মতিগতি সরস্বতী পুজোয় (Saraswati Puja) খানিকটা উষ্ণতাকে সঙ্গী করেই বিদ্যা দেবীর আরাধনা করতে হবে। পূর্বাভাস মেনে কলকাতার পারদও ঊর্ধ্বমুখী বুধবার সকালে। এদিন শহরের (Kolkata Winter) সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর। তবে সকাল থেকে শহর, শহরতলি এবং জেলার বিভিন্ন অংশ কুয়াশাচ্ছন্ন ছিল। বেলা বাড়ার সঙ্গেই রোদের মুখ দেখেছে বঙ্গবাসী। আগামী ২৪ ঘণ্টায় উত্তর বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর।

এদিকে, শীত উধাওয়ের দুঃসংবাদ শুধু শহর কলকাতার জন্য নয়, পশ্চিমের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ কমেছে। তবে উত্তরবঙ্গের মানুষ কিছু দিন ঠান্ডার আমেজ পাবেন বলে সূত্রের খবর।

আবহবিদদের পূর্বাভাস, উত্তর-পশ্চিম অংশে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বাংলায় জলীয় বাষ্প ঢুকেছে। ফলে উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে। সেই কারণেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে।


Follow us on :