২৮ মার্চ, ২০২৪

Tortoise: পোলেরহাটে বস্তাবন্দি ২০০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, পাচার সন্দেহে ধৃত ২
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-01 12:22:08   Share:   

২০০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল কাশীপুর থানার পুলিস। ভাঙড়ের কাশীপুর থানার পোলেরহাট থেকে এই কচ্ছপ উদ্ধার করেন পুলিসকর্মীরা। ভোজেরহাট থেকে একটি গাড়িতে করে কচ্ছপগুলি বসিরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পোলেরহাটে ওই গাড়িটিকে আটকে তল্লাশি শুরু করে। এর পরই একের পর এক বস্তাবন্দি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়।

কী কারণে এত কচ্ছপ বসিরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল আর কোথা থেকেই বা ভোজেরহাটে এত কচ্ছপ এলো তার তদন্ত শুরু করেছে পুলিস। ইতিমধ্যেই বন দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। কচ্ছপগুলি বন দফতরের  আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিস সূত্রে খবর। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিস। ধৃত দু'জনকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।


Follow us on :