২০ এপ্রিল, ২০২৪

Weather: শীতের হাত ধরে কনকনে ভাব কবে ফিরছে, কী বলছে হাওয়া অফিস?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-28 11:27:36   Share:   

শীত বিদায় নিতে শুরু করেছে আর তার দেখা পাওয়া যাবে না। এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তবে এর মাঝে সুখবর শোনাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রার (Temperature) কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে ২ ও ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতার (Kolkata) তাপমাত্রা নেমে আসবে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

অন্যদিকে, উত্তরবঙ্গের তাপমাত্রার কোনও পরিবর্তন নেই আগামী ৫ দিন। রাতের তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা কমার কারণ পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্ত। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবারের থেকে বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।


Follow us on :