২৪ এপ্রিল, ২০২৪

Weather: আগামি সপ্তাহের বাংলায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, শীত কি উধাও?
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-20 10:51:09   Share:   

আগামি সপ্তাহে বাংলায় বাড়তে পারে তাপমাত্রা। কনকনে ঠাণ্ডা থেকে বাঁচতে পারে বঙ্গজীবন। জানা গিয়েছে, ২৩শে জানুয়ারি নেতাজীর জন্মদিন থেকে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পর্যন্ত উষ্ণ থাকবে বাংলায় হাওয়া। অর্থাৎ আগামী সপ্তাহে কার্যত শীত উধাও হবে রাজ্য থেকে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।

এদিকে, আগামী ২৪ ঘন্টা একই রকম আবহাওয়া। তারপর থেকেই হু হু করে বাড়বে তাপমাত্রা। ২৩শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারির মধ্যে কলকাতার পারদ ২০ ডিগ্রি ছুঁতে পারে, এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের। জানা গিয়েছে, আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে যাবে উত্তুরে হাওয়া। আর বিপরীত ঘূর্ণাবর্তের জেরে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্পে ঢুকবে রাজ্যে।

আপাতত কমবে শীতের কামড়। তাপমাত্রা কমার কোন লক্ষণ নেই। পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলে আবার উত্তুরে হাওয়ায় কতটা প্রভাব থাকে সেদিকেই নজর আবহাওয়াবিদদের।


Follow us on :