মহারাষ্ট্রে সংরক্ষিত বনে ঢুকে গোসাপকে গণধর্ষণের দায়ে ধৃত চার। রত্নাগিরি জেলার শায়াদ্রি ব্যাঘ্র সংরক্ষিত অঞ্চলে অবৈধ ভাবে ঢুকে পড়েছিল ওই চার জন। তাঁদের একজনের হাতে শিকার বন্দুকও ছিল। সংবাদ মাধ্যমকে এমনটাই জানান সে রাজ্যের বন দফতরের এক কর্তা। অভিযুক্তরা হলেন সন্দীপ পাওয়ার, মঙ্গেশ কামতেকর, অক্ষয় কামতেকর এবং রমেশ ঘাগ।
জানা গিয়েছে, ধর্ষণের দৃশ্য মোবাইলে রেকর্ড করে রেখেই বিপদ বাড়ান ওই চার জন। সেই রেকর্ডিং দেখেই বন্যপ্রাণ সংরক্ষণ ১৯৭২ আইনের একাধিক ধারায় ওই চার জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের থেকে সব তথ্য-প্রমাণ বাজেয়াপ্ত করে বন দফতরের হেফাজতে রাখা হয়েছে। আপাতত ওই চারজন জামিনে মুক্ত।
তবে প্রতি সোমবার বন দফতরের তদন্তকারী কর্তাদের সামনে হাজিরা দেবেন এই চার অভিযুক্ত। এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, বন্যপ্রাণ সংরক্ষণ আইনে গোসাপ সংরক্ষিত প্রজাতি। তাই অভিযোগ প্রমাণ হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে ওই চার জনের।