২৫ এপ্রিল, ২০২৪

Nabanna: মোরবি ব্রিজ বিপর্যয় থেকে শিক্ষা, রাজ্যের ব্রিজগুলোর স্বাস্থ্য জানতে চেয়ে রিপোর্ট তলব নবান্নর
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-31 19:14:11   Share:   

গুজরাতের (Gujarat) মোরবি জেলায় ঝুলন্ত ব্রিজ  (Cable Bridge Accident) ভাঙার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে জেরে সতর্ক নবান্ন (Nabanna)। রাজ্যের ব্রিজগুলির কী অবস্থা, জানতে চেয়ে তড়িঘড়ি রিপোর্ট চাইল নবান্ন। এই দুর্ঘটনা আবার শহরের বুকে ঘটে যাওয়া পোস্তা (Posta bridge) এবং মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনাকে উসকে দিয়েছে। তাই আরও বেশি সতর্ক নবান্ন।

রাজ্যের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ কয়েকটি জেলায় রয়েছে ঝুলন্ত ব্রিজ। সেই ব্রিজগুলো বর্ষা পরবর্তী সময়ে কী অবস্থায় রয়েছে, জানতে মঙ্গলবারের মধ্যেই রিপোর্ট পাঠানোর নির্দেশ নবান্নের। প্রতি জেলার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের নির্দেশ নবান্নর। পাশাপাশি রাজ্যের সমস্ত উড়ালপুলগুলির স্বাস্থ্য নিয়েও রিপোর্ট চেয়েছে নবান্ন। এরই মধ্যে মঙ্গলবার বিকেল ৪টের সময় রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পূর্তমন্ত্রী পুলক রায়।

এদিকে, গুজরাতের মোরবির ঝুলন্ত ভেঙে মৃতের সংখ্যা বেড়ে শতাধিক। মৃতদের মধ্যে এই রাজ্যের বাসিন্দা এক যুবকও রয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গয়নার কারিগর হিসেবে কর্মসূত্রে মোরবিতে থাকতেন হাবিবুল শেখ।



Follow us on :