১৯ এপ্রিল, ২০২৪

Canning: দাবিমত পুজোর চাঁদা না দেওয়ায় বাঁশ দিয়ে মারধর!
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-28 15:43:27   Share:   

পুজোর (puja) চাঁদা না দেওয়ায় ছেলেকে মারধর করার চেষ্টার অভিযোগ। এমনকি, বাবা বাঁচাতে আসলে তাঁকেও বাঁশ দিয়ে মারা হয় এমনই অভিযোগ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার ক্যানিং (Canning) হেরোভাঙ্গা রোডের রায়বাঘিনি মোড়ের।

জানা যায়, রায়বাঘিনি মোড়ের কাছে চাঁদা তুলছিলেন বেশ কিছু যুবক। সেই সময় দীপঙ্কর সর্দার ও তাঁর ছেলের দীপ সর্দার প্যান্ডেলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। ক্যানিং থানার রায়বাঘিনি স্কুলের কাছে কয়েকজন যুবক চাঁদা আদায়ের জন্য তাঁদের ভ্যান আটকায়। তবে দীপঙ্কর ও দীপের অভিযোগ, যুবকদের বৃহস্পতিবার চাঁদা দেবে বলে তাঁরা জানান। কিন্তু তাঁদের কথা না শোনায় কয়েকজন যুবক দীপের উপর আক্রমণ করে, তখনই তাঁর বাবা দীপঙ্কর ঠেকাতে গেলে তাঁকে বাঁশ দিয়ে মারা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। স্থানীয়রাই দীপঙ্করকে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ক্যানিং হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

পুজোর চাঁদা আদায় ঘিরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। 


Follow us on :