২৯ মার্চ, ২০২৪

Bank: লেবার কমিশনারের সঙ্গে বৈঠক, প্রত্যাহার শনিবারের ব্যাঙ্ক ধর্মঘট
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-18 13:33:57   Share:   

শনিবার, ১৯ নভেম্বর রাজ্যজুড়ে ব্যাংক ধর্মঘট (Bank Strike) প্রত্যাহার। চিফ লেবার কমিশনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত। এই  ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মী সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ এসোসিয়েশন (AIBEA)। ধর্মঘট একটি সংগঠন ডাকলেও, তাতে সমর্থন ছিল বাকি ব্যাংক কর্মী সংগঠনগুলির (Bank Epmloyees Federation)। এর ফলে মাসের তৃতীয় শনিবার  ব্যাংক পরিষেবা ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা। মূলত কর্মীদের সঙ্গে অনৈতিক ব্যবহার, বেসরকারি ব্যাংকে কর্মী ছাঁটাই। কর্মীদের প্রাপ্য না মেটানো-সহ ব্যাংক কর্তৃপক্ষের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে এই ধর্মঘট ডাকা হয়েছিল।

রাজ্যজুড়ে ন'টি ব্যাংক কর্মী সংগঠন রয়েছে। একটি সংগঠন এই ধর্মঘটের ডাক দিল বাকি আটটি সংগঠন তাতে সমর্থন জানিয়েছিল। তাই শুক্রবার সপ্তাহের শেষ ব্যাঙ্কের কাজের দিন। ফের সোমবার থেকে পাওয়া যাবে ব্যাঙ্কিং পরিষেবা। এমন আশঙ্কার মধ্যেই ধর্মঘট প্রত্যাহারে স্বস্তিতে আম জনতা।




Follow us on :