LATEST NEWS
28 May, 2023

Bandel: ২ সপ্তাহ আংশিক এবং ৩ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন
CN Webdesk      শেষ আপডেট: ২০২২-০৫-১১ ১৭:২৬:৫৪   Share:   

হাওড়া-বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত থার্ড লাইন সম্প্রসারণ ও ব্যান্ডেলে রুট রিলে ইন্টারলকিং কেবিন স্থানান্তরিত করার কারণে ১৩ মে থেকে ২৬ মে আংশিক সময়ের জন্য এবং ২৭ থেকে ২৯ মে সম্পূর্ণ বন্ধ থাকছে ব্যান্ডেল জংশন স্টেশন।

ব্যান্ডেল জংশন স্টেশনের পাশে যে রুট রিলে ইন্টারলকিং কেবিন ছিল, সেটি স্থানান্তরিত করা হচ্ছে। একইসঙ্গে ব্যান্ডেল থেকে মগরা পর্যন্ত তৃতীয় লাইন তৈরি করা হচ্ছে। সেই কারণে ১৩ মে থেকে ২৬ মে কোনও কোনও দিন বেলা ১১ টা থেকে দুপুর ২ টো ও কোনও কোনও দিন ১১ টা থেকে ৩ টে পর্যন্ত বন্ধ থাকবে ব্যান্ডেল জংশন স্টেশন দিয়ে সমস্ত ট্রেন চলাচল। বাতিল হচ্ছে ৬৮ টি লোকাল ট্রেন, ১২ টি এক্সপ্রেস ট্রেন। তিনটি এক্সপ্রেস ট্রেন ও দুটি মেমু ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে।

Ad code goes here

ব্যান্ডেল স্টেশনের রুট রিলে কেবিনটির অধুনিকীকরণ ও স্থানান্তর করা হচ্ছে। যেখান দিয়ে নতুন তৃতীয় লাইন পাতা হচ্ছে, সেখানেই আগের রুট রিলে কেবিনটি অবস্থিত ছিল। কেবিনের পুরনো বিল্ডিংটি সম্পূর্ণ ভেঙে ফেলে সেখানেই পাতা হবে নতুন থার্ড লাইন। দুই সপ্তাহ আংশিক এবং তিনদিন সম্পূর্ণ ট্রেন বন্ধ থাকায় প্রচণ্ড অসুবিধায় পড়তে হবে স্কুলপড়ুয়া, সাধারণ যাত্রী থেকে নিত্যযাত্রীদের।

Ad code goes here

ট্রেন পথে নৈহাটি, বর্ধমান, কাটোয়া এসে যুক্ত হচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশনে। প্রতিদিন স্টেশন থেকে গড়ে ২২ থেকে ৩০ হাজার যাত্রী যাতায়াত করে। বহু যাত্রী দূরপাল্লার ট্রেন ধরে এই ব্যান্ডেল জংশন স্টেশনে আসেন। সবাইকেই প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হবে। হাওড়ার জন্য কিছু ট্রেন চালানো হবে চুঁচুড়া স্টেশন থেকে। বর্ধমান যাবার ট্রেনগুলি ছাড়বে মগরা স্টেশন থেকে। কাটোয়াগামী ট্রেনগুলি ত্রিবেণী স্টেশন থেকে ছাড়বে। ব্যান্ডেলের সঙ্গে সিগন্যাল কানেক্ট থাকার জন্য ব্যান্ডেল স্টেশনের পাশাপাশি বন্ধ থাকছে হাওড়া লাইনে হুগলি স্টেশন, বর্ধমান লাইনে সপ্তগ্রাম স্টেশন, কাটোয়া লাইনে বাঁশবেড়িয়া স্টেশন। ৩০ মে থেকে নতুন করে আবার ট্রেন চালু হওয়ার কথা জানিয়েছে রেল।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :