সাপ সহ খিচুড়ি রান্না হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তা খেয়ে ফেলায় শিশুদের নিয়ে হাসপাতাল ছুটলেন মায়েরা। শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হয় রান্না করা খাবার। সেই খাবারের মেনুতে ’সাপ’? পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বাগকালাপাহাড় গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।
এমনটা যে হবে, তা বোধহয় কল্পনারও অতীত। কিন্তু বাস্তবেই বুধবার সাপ সহ খিচুড়ি রান্না হল সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ল শিশুরা। অসুস্থ ৬ শিশুকে নিয়ে যাওয়া হয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়ায় আতঙ্ক। তবে কিছুক্ষণ প্রাথমিক চিকিত্সা করার পর ছেড়ে দেওযা হয় শিশুদের।
গ্রামবাসীরা জানান, সকাল ১০টার মধ্যে রান্না শেষ হলে শিশু ও গর্ভবতীরা সেই খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যান। খিচুড়ি খেতে গিয়ে এক শিশুর অভিভাবক আঁতকে ওঠেন। তিনি দেখেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া গরম খিচুড়ির মধ্যে একটি মরা সাপের বাচ্চা। সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খবর দেন অভিভাবকরা। তাঁরা জানান, না জেনেই বাচ্চাকে খিচুড়ি খাওয়াতে শুরু করেন তাঁরা। তারপরই অসুস্থ হতে থাকে শিশুরা।
প্রশ্ন ওঠে, কীভাবে ঘটে এই ঘটনা? কার গাফিলতিতে ঘটল এই ঘটনা? বড় কোনও দুর্ঘটনা ঘটে গেলে তার দায় নেবে কে?