১৯ এপ্রিল, ২০২৪

Arrest: মুম্বই যাওয়ার উদ্দেশে ভারতে 'অনুপ্রবেশ', বিএসএফ-র হাতে আটক ৩ বাংলাদেশি
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-08 18:31:36   Share:   

অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য সীমান্ত থেকে তিন বাংলাদেশী গ্রেফতার(Arrest)। বিএসএফ তাদের প্রথমে আটক করে, পরে স্বরূপনগর থানার হাতে গ্রেফতার তিন বাংলাদেশী। ধৃত ওই তিন বাংলাদেশীকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। সীমান্তরক্ষী সূত্রে খবর, বুধবার ভোরে তিনজন বাংলাদেশী ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করছিল। ওই তিনজনের মধ্যে একজন পুরুষ ও দু'জন মহিলা ছিল। ভারতে অনুপ্রবেশের সময় হাকিমপুরের সীমন্তরক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা(BSF) তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা কোনওরকম বৈধ কাগজপত্র দেখাতে পারে না। যার জেরে তাঁদের তিনজনকে আটক করে স্বরূপনগর থানার হাতে তুলে দেন জওয়ানরা। 

পুলিস সূত্রে খবর, ওই তিনজন বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা ও নড়াইল এলাকায়। মুম্বই যাওয়ার উদ্দেশে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর স্বরূপনগর থানা পুলিসের পক্ষ থেকে ওই তিনজন বাংলাদেশীকে গ্রেফতার করে। এমনকি ধৃত ওই তিন বাংলাদেশীকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। 


Follow us on :