২০ এপ্রিল, ২০২৪

Gold: গোয়ালপোখরে ৮৪ লক্ষ টাকা মূল্যের সোনার বিস্কুট-সহ বিএসএফ-র হাতে ধৃত ১
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-01 16:21:35   Share:   

পাচারের (trafficking) আগে ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh border) থেকে ১৪টি সোনার বিস্কুট (Gold Biscuit)-সহ এক ভারতীয় নাগরিককে আটক করল বিএসএফ (BSF)। ঘটনাটি উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার গোয়ালপোখর থানা অন্তর্গত ভারত বাংলাদেশ আমবাড়ী-ডাঙ্গিপাড়া এলাকার। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে যে সোনার বিস্কুটগুলো পাওয়া গিয়েছে তার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ লক্ষ ৪৮ হাজার টাকা।

ইসলামপুর কাস্টম অফিসার শ্যামল কুমার বর্ধন জানান, বিএসএফ ১৪টি সোনার বিস্কুট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে সোমবার রাতে তাঁদের হাতে তুলে দিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৪ লক্ষ্য ৪৮ হাজার, ২৩৯ টাকা। ধৃত ওই ব্যক্তির নাম হরসিত বিশ্বাস।

সূত্রের খবর, ধৃতের বাড়ি গোয়ালপোখর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ডাঙ্গিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তি ওই সোনার বিস্কুটগুলি অন্য কোনও ব্যক্তির হাতে হস্তান্তর করার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও কাস্টম।


Follow us on :