রাতের অন্ধকারে বিজেপি (BJP) নেতার বাড়ি এবং দোকান ভাঙচুর করে লুঠপাটের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার শাসক দলের। ভাঙচুরের ঘটনাটি হাবড়া (Habra) থানার বিদ্যাসাগর পল্লির- পদ্মার পাড় এলাকার। রবিবার থেকেই উত্তপ্ত এলাকা।
জানা যায়, রবিবার গভীর রাতে হঠাৎ বিদ্যাসাগর পল্লির বাসিন্দা বিজেপির বুথ কমিটির কার্যকর্তা আশুতোষ মৈত্রর বাড়িতে জনা দশেকের এক দুষ্কৃতীর দল হানা দেয়। ভাঙচুর করা হয় ওই বিজেপি নেতার বাড়ি এবং দোকান ঘর। এমনকি অভিযোগ দোকান থেকে নগদ অর্থ সহ দোকানের মালা মাল লুঠ করা হয়। দুষ্কৃতীরা ওই বিজেপি নেতাকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে, দেওয়া হয় হুমকিও। বাড়ি থেকে অনেকটা দূরে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয় বাড়ির আসবাবপত্র। সোমবার সকালে খবর চাউর হতেই ওই বিজেপি নেতার বাড়িতে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
অভিযোগ, এর আগেও ২১ -এর বিধানসভা ভোটের পরেও এই বিজেপি নেতার বাড়ি ভাঙচুর হয়েছিল। তখন অবশ্য থানায় অভিযোগ করা হয়নি, কিন্ত এবারের ঘটনায় দলীয় নেতৃত্ব সহ হাবড়া থানায় (police station) লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। তবে গোটা ঘটনা অস্বীকার করে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, কারা এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে জানি না, তবে বিজেপি এলাকায় মাথাচার দিতেই এলাকায় অশান্তি বেড়েছে আগে এই এলাকা শান্ত ছিল।