স্ত্রীকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুনের চেষ্টা। আর এমনই মারাত্মক অভিযোগ উঠল সিভিক পুলিসকর্মী স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার ঘাটেশ্বরে। অভিযুক্ত স্বামী সৌরভ চক্রবর্তী মন্দিরবাজার থানার সিভিক পুলিসকর্মী বা সিভিক ভলান্টিয়ার। ঘটনায় তাঁর শাস্তি চেয়ে মহকুমাশাসকের দ্বারস্থ নির্যাতিতা গৃহবধূ।
নির্যাতিত গৃহবধূ জানিয়েছেন, পাঁচ বছর আগে সম্বন্ধ করে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের একটি চার বছরের কন্যাসন্তান আছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে প্রায়ই তাঁকে মারধর করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। এমনকি অভিযুক্ত স্বামী সৌরভ চক্রবর্তীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও জানান নির্যাতিতা। গত ১৯ শে মে সৌরভ চক্রবর্তী তার স্ত্রীকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ।
ঘটনায় ওই নির্যাতিত গৃহবধূ আহত অবস্থায় প্রতিবেশীদের সাহায্যে কোনওরকমে প্রাণ বাঁচিয়ে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। অন্যদিকে ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার পক্ষ থেকে অভিযোগ নিতে অস্বীকার করা হয় বলে দাবি ওই নির্যাতিত গৃহবধূর। অবশেষে অভিযুক্ত স্বামীর শাস্তির দাবি জানিয়ে ডায়মন্ড হারবারের মহকুমা শাসকের দ্বারস্থ নির্যাতিত গৃহবধূ।