২০ এপ্রিল, ২০২৪

Weather: সপ্তাহ শেষে আরও নামবে পারদ, এক নজরে বঙ্গের আবহাওয়া
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-24 08:45:40   Share:   

নভেম্বরেই রাজ্যে ধীরে ধীরে আগমন শীতের (winter)। ভোর হতেই ফুরফুরে হাওয়ার সঙ্গেই শীতের আমেজে মজেছে শহরবাসী। কলকাতা (Kolkata) ও আশপাশে অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। তবে আবারও ২ ডিগ্রি নামল তাপমাত্রার পারদ। এই তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নামবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে পারদ পতন জারি থাকবে।

দক্ষিণবঙ্গে যেভাবে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ, ঠিক সেভাবেই উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। পরিষ্কারই থাকবে আকাশ। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। সেই সঙ্গে বেড়েছে পর্যটকদের ঢলও। একইসঙ্গে ধীরে ধীরে আরও নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবারের তুলনায় ন্যূনতম কমেছে বঙ্গের জেলাগুলির তাপমাত্রা। আগামী ২৫ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী তিনদিন ফের তাপমাত্রা কমতে পারে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শীতের প্রভাব বেশি থাকবে।

কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 


Follow us on :