বৃষ্টি (Rain) হলেও স্বস্তি পাচ্ছেন না বঙ্গবাসী। সকাল থেকে দাপুটে রোদ। আর দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হচ্ছে। বুধবার কলকাতায় (Kolkata) বৃষ্টির দেখা না মিললেও দক্ষিণবঙ্গের(South Bengal) একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে (Weather Forecast) বলা হয়েছে, আজ, বৃহস্পতিবার ১৯ মে সকালের মধ্যে দার্জিলিং (Drajjeling), আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির (Heavy rain) সম্ভাবনা রয়েছে। ২০ মে শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আগামী ৫ দিন দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস আরও জানিয়েছে, ২০ মে শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ও হতে পারে, যার বেগ হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। শুক্রবার জুড়েই এই আবহাওয়া চলতে থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (The Meteorological Department)তরফে।
আবহাওয়া দফতর সূত্জারে খবর,আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার (Kolkata) সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ।