ব্রেকিং নিউজ
At-noon-Adra-Railyard-was-shaken-by-the-sound-of-gunfire-two-workers-were-injured
Shootout: গুলির শব্দে কেঁপে উঠল আদ্রা রেলইয়ার্ড

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-16 19:34:42


ভরদুপুরে আদ্রার (adra) রেল ইয়ার্ডে শ্যুটআউট। সোমবার ৪ দুষ্কৃতী এসে ৯ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন বাতিল মালগাড়ির কামরা কাটার সঙ্গে যুক্ত দুই রেলশ্রমিক। তবে একাধিক জায়গায় শুটআউটের ঘটনায় প্রশ্নের মুখে পুলিস-প্রশাসনের ভূমিকা।

সোমবার দুপুরে গুলির শব্দে কেঁপে উঠল রেল শহর আদ্রা। জানা গিয়েছে, এদিন দুপুরে বাতিল মালগাড়ির কামরা কাটার কাজ চলছিল। কাজ করছিলেন ৮-১০ জন শ্রমিক। সেই সময় ২ ব্যক্তি এসে জানায়, ঠিকাদার সংস্থার মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বরাতপ্রাপ্ত ঠিকাদারের উদ্দেশে একটি চিঠিও দেয় তারা। এরপরই শ্রমিকদের কাছ থেকে জোর করে ফোন ছিনিয়ে নিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। গুলি চালানোর পাশাপাশি শ্রমিকদের থেকে মোবাইল ও নগদ টাকা লুট করারও অভিযোগ উঠেছে। শ্যুটআউটের (shootout) ঘটনায় আহত হন ২ রেল শ্রমিক।

এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আদ্রার রেল ইয়ার্ড এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আদ্রা থানার পুলিস (adra police station) ও আদ্রা রেল পুলিসের (adra rail police) কর্তারা। আহত ২ রেল শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। রেল পুলিস সূত্রে খবর, মোট ৯ রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে এই শ্যুটআউটের ঘটনার সঙ্গে কারা যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার রেল শহর আদ্রায় রেলের ওয়াগনের বরাত পাবে কোন ঠিকা সংস্থা, কার হাতে থাকবে রাশ, তা নিয়ে গণ্ডগোল হয়েছে, চলেছে গুলিও। উত্তপ্ত হয়েছে আদ্রা। কিন্তু, তারপরেও সেইসব ঘটনার কিনারা করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। প্রশ্ন উঠছে কেন? ভরদুপুরে এভাবে গুলি চালানোর ঘটনায় আদ্রাবাসীর নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নচিহ্নের মুখে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন