২৪ এপ্রিল, ২০২৪

Job: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই চাকরি পেলেন হড়পা বানে মৃত পরিবারের তিন সদস্য
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-22 10:55:58   Share:   

মুখ্যমন্ত্রীর ঘোষণার তিনদিনের মাথায় কাজে যোগ দিলেন হড়পাবানে মৃত (death) পরিবারের তিন সদস্য। শুক্রবার মালবাজার (Malbazar) বিডিও অফিসে এসে গ্রুপ সি (group-c) পদে যোগদান করেন তাঁরা।

প্রসঙ্গত, গত ৫ ই অক্টোবর বিসর্জনের রাতে মালবাজারের মাল নদীতে হড়পা বান (Harpa Ban) বিপর্যয়ে মৃত্যু হয়েছিল আটজনের। আহত হয়েছিলেন ১৩ জন। ঘটনার পর আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছিল মৃতদের পরিবার এবং আহতদের হাতে। এরপর গত ১৭ ই অক্টোবর মালাবাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেদিন বিকেলেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান তিনি। মৌখিকভাবে সেদিনই সেই পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এরপরের দিন অর্থাত্ ১৮ ই অক্টোবর মালবাজার আদর্শ বিদ্যাভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের সদস্যদের চাকরির প্রয়োজন কি না জানতে চেয়েছিলেন। যাঁদের চাকুরির প্রয়োজন তাঁরা আবেদন জানালে চাকরির দেওয়ার প্রতিশ্রতিও দিয়েছিলেন তিনি। এরপর শুক্রবার মৃত তিনটি পরিবারের তিনজন সদস্য মালবাজার বিডিও অফিসে চাকরিতে যোগ দিলেন।

হরপা বানে মৃত্যু হয়েছিল তপন অধিকারী, স্বর্নদীপ অধিকারী ও শুভাশিস রাহার। শুক্রবার  মালবাজার বিডিও অফিসে আসেন তপন অধিকারীর কন্যা শ্রীপর্না অধিকারী, স্বর্নদীপ অধিকারীর বোন শ্রেয়সী অধিকারী ও শুভাশিস রাহার পুত্র সুশোভন রাহা। তাঁরা এদিন ঘোষণা মতো গ্রুপ সি পদে যোগ দেন। তাঁদের চাকরিতে যোগদান পর্বে উপস্থিত ছিলেন মালবাজারের বিডিও শুভজিত দাশগুপ্ত, জয়েন্ট বিডিও সঞ্জয় দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। তাঁরা শোকগ্রস্ত পরিবারের তিন সদস্যকে চাকরিতে যোগদান করান।

শ্রীপর্না ও শ্রেয়সীরা জানান, বাড়িতে এখনও শোকের আবহাওয়া কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে চাকরিতে যোগ দিয়ে কিছুটা স্বস্তি। 


Follow us on :