Left Ads Here
Right Ads Here
২২ সেপ্টেম্বর, ২০২৩

Arrest: অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে বিজেপিকে দুষে, গ্রেফতার কুড়মি নেতা রাজেশ মাহাতো
CN Webdesk      শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৩   Share:   

বদলির পর গ্রেফতার কুড়মি নেতা রাজেশ মাহাতো (Rajesh Mahato)। সেসঙ্গেই অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার রাজেশ সহ আরও ৩ অভিযুক্ত। গতকাল অর্থাৎ শনিবার শালবনিতে (salboni) মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দোপাধ্যায় কুড়মিদের (Kurmi) নির্দোষ বলে দাবি করেন। তারপরেও ৪ কুড়মি আন্দোলনের নেতাকে গ্রেফতার করায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদিও ওই ঘটনা নিয়ে শালবনি থেকে মমতা জানিয়ে দেন, শুক্রবার অভিষেকের কনভয়ে কুড়মিরা হামলা করেনি। করেছে বিজেপি। তার আগে অভিষেক দাবি করেছিলেন যে, কুড়মিদের বিক্ষোভে ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনতে পেয়েছিলেন তিনি। এর পর মমতা বলেছিলেন, 'কুড়মি ভাইয়েরা এ কাজ করে না। করেছে বিজেপি।'

ঝাড়গ্রাম থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ, আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজি মাহাতো-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিষেকের কনভয়ে হামলা এবং রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় শনিবার গ্রেফতার করা হয়েছিল আরও চার জনকে। তাঁদের তিন দিনের জন্য পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। ওই কাণ্ডে শনিবার রাজেশকে প্রাথমিক ভাবে আটক করে পুলিস। এফআইআরে যে ১৫ জনের নাম ছিল রাজেশ তাঁদের মধ্যে অন্যতম।


Follow us on :