২০ এপ্রিল, ২০২৪

Coal: কয়লা পাচার-কাণ্ডে মূল অভিযুক্তর ১৫ জন সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-14 11:46:14   Share:   

এবার কয়লা পাচার-কাণ্ডে ১৫ জনের নামে গ্রেফতারি (arrest) পরোয়ানা জারি করল আসানসোল (Asansol) বিশেষ সিবিআই আদালত বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে (court) ইসিএল-এর ৮ জন আধিকারিকের শুনানির সময় অভিযুক্তদের আইনজীবীরা প্রশ্ন তোলান, ইসিএল আধিকারিকদের সঙ্গে যাদের নাম রয়েছে, তাঁদের সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ করছে না কেন? তাঁরা কি বাইরে থেকে তদন্তে প্রভাবিত করবে না? এরপরেই বিচারকের ভৎসনার মুখে পরে সিবিআইয়ের আইনজীবী। ঘটনায় আদালত ততক্ষণাত্ ১৫ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

জানা যায়, চার্জশিটে নাম রয়েছে মোট ৪১ জনের। এরমধ্যে ৮ জন ইতিমধ্যেই সিবিআইয়ের জালে। ৮ কয়লা মাফিয়া জামিনে রয়েছে। লালা রক্ষা কবজে, বিনয় মিশ্র, রোতনেশ ভার্মা ফেরার। বাকি ২৬ জনকেই সমন পাঠানো হয়েছে। এরমধ্যে গতকাল ১৫ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে সূত্রের খবর।


Follow us on :