ব্রেকিং নিউজ
Appeal-for-voluntary-death-to-the-debt-ridden-fish-farmers-of-Nayachar
fisherman স্বেচ্ছামৃত্যুর আবেদন নয়াচরের ঋণভারে জর্জরিত মৎস্যচাষিদের

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-28 17:57:26


ঋণের ভারে জর্জরিত জেলাশাসকের কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন নয়াচরের মৎস্যচাষিদের। কোটি কোটি টাকা মহাজনদের কাছে থেকে ঋণ নিয়ে প্রায় কয়েক হাজার মৎস্যচাষি নয়াচর দ্বীপে মাছ চাষ করেছিল। আমফান ও ইয়াস ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল নয়াচরের ভেড়িগুলির। ফলে ক্ষতির মুখে পড়ে মৎস্যচাষিরা।

মৎস্যচাষিদের বক্তব্য ভেড়ি থেকে মাছ তোলার সময় এই বিপর্যয় ঘটে। ফলে সর্বস্বান্ত হতে হয় তাদের। এই সময় ভেড়ির পাড়গুলো বাঁধানো হলে তবে কিছু চাষ করে হয়তো মহাজনদের কিছু টাকা পরিশোধ করা যেতে পারে। তাদের অভিযোগ নিজেদের উদ্যোগে পাড় সংস্কারের কাজ শুরু করা হলেও প্রশাসনের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। চাষিদের দাবি সংস্কারের কাজ না করা গেলে চাষ করা সম্ভব নয়। আর সেটা না হলে মহাজনদের টাকা শোধ করা সম্ভব নয়। তাই স্বেচ্ছায় মৃত্যুর আবেদন তাদের। 

তবে এই পরিস্থিতিতে তৃণমূল তমলুক সাংগঠনিক জেলার সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেন, নয়াচরের এই পরিস্থিতির জন্য দলের কিছু নেতা ও প্রশাসন দায়ী। পাশাপাশি নয়াচরের এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপান উতোর।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন