২৩ এপ্রিল, ২০২৪

Anubrata: 'রাজনৈতিক সন্ন্যাস নিতে প্রস্তুত', জামিন মামলায় আসানসোল আদালতে সওয়াল অনুব্রতর
CN Webdesk      শেষ আপডেট: 2022-10-29 15:35:30   Share:   

গরু পাচার-কাণ্ডে (Cow Smuggling Case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলায় তদন্ত শেষের ডেডলাইন সিবিআইয়ের (CBI) থেকে জানত চাইল আদালত। আসানসোলের বিশেষ আদালতের বিচারকের প্রশ্ন, 'আর কত দিন টাইম লাগবে তদন্ত শেষ করতে? যদি ৫ বছর ধরে তদন্ত চলে, উনি কি ৫ বছর জেলে থাকবেন?' পাল্টা সিবিআই জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করছি। কমবেশি দু'মাস লাগবে। চার্জশিট পেশের পরেও অনুব্রত মণ্ডলের বেনামী প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। নতুন বেশ কয়েকটি কোম্পানির সন্ধান পেয়েছে সিবিআই। যে কোম্পানিগুলির সঙ্গে অনুব্রতর যোগ পাওয়া গিয়েছে।'

তাহলে খুব কঠিন সময় বলুন? জামিন পেলে অনুব্রত মণ্ডল কীভাবে তদন্তকে প্রভাবিত করতে পারে? সিবিআইকে পাল্টা এই প্রশ্ন করেন বিচারক? এ প্রসঙ্গে উল্লেখ্য এদিন শুনানি শেষে আরও ১৪ দিন অর্থাৎ ১১ নভেম্বর পর্যন্ত অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বিচারকের প্রশ্নের জবাবে সিবিআইয়ের আইনজীবী জানান, চার্জশিট পেশের পরে আরও বেশ কয়েকবার বয়ান রেকর্ড করেছি। বেশ কিছু নথি পেয়েছি। যাদের থেকে নথি পাওয়া গিয়েছে তাদের প্রভাবিত করতে পারেন অনুব্রত মণ্ডল। এনামুল হক থেকে বেআইনি ভাবে অর্থ নিয়েছেন অনুব্রত মণ্ডল। তদন্ত চলছে, আরও নথি সংগ্রহ করতে হবে। এই মামলায় অনেকের সংযোগ আছে। জামিন দিলে তাঁরা প্রভাবিত হতে পারেন। তদন্তে ব্যাঘাত ঘটাবে। নথি লোপাট হতে পারে।

এদিনের সওয়াল জবাবে পাল্টা অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেছেন, 'প্রভাবশালী তকমা একটা অদ্ভুত তকমা। যেটা ২০১২ সাল থেকে সারদা মামলার সময় থেকে শুরু হয়েছে। প্রায় আড়াই মাসের বেশি সময় ধরে আমার মক্কেল জেলে রয়েছেন। মোটেও কম দিন নয়। প্রতিটা মুহূর্তে উনি অসুস্থতা অনুভব করছেন। তাঁর মোবাইল থেকে কোনও ভয়েস রেকর্ড পাওয়া যায়নি। সায়গল হোসেনের সঙ্গে অন্য কারও কল রেকর্ড মানে কি আমার মক্কেল অভিযুক্ত?'

অনুব্রত মণ্ডলের আইনজীবীর সওয়াল, 'সিবিআই বলছে আমার মক্কেল তদন্তে সহযোগিতা করেনি। এই তথ্য ঠিক নয়। আমি তখনই তদন্তকারী আধিকারিককে সহযোগিতা করতে পারবো, যখন আমি ঘটনা সম্পর্কে জানব। উনি তো কিছু জানে না। তাহলে কীভাবে সহযোগিতা করবে? অনুব্রত মণ্ডল যদি রাজনীতি করার জন্য প্রভাবশালী হয়, তাহলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে প্রস্তুত। গরু পাচারের সঙ্গে বিএসএফ এবং কাস্টম আধিকারিকরা জড়িয়ে। আমার মক্কেল তাঁদের প্রভাব খাটাতে পারবে না। সত্যি কি কিছু আমার মক্কেলের থেকে বেড়িয়েছে?'


Follow us on :