২৯ মার্চ, ২০২৪

Anubrata: এজলাসেই পুলিসকে 'ধমক' অনুব্রতর! বললেন, 'দেখছেন না কথা বলছি'
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-25 13:43:17   Share:   

শুক্রবার আসানসোল আদালতের (Asansol Court) এজলাসে পুলিসকে ধমক অনুব্রত মণ্ডলের। শুনানি শেষে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন তিনি (Anubrata Mondal)। সেই সময় পুলিস (Anubrata rebukes Police) তাঁকে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করেন। তখন পুলিসকে ধমক দিয়ে অনুব্রত বলেন, 'দেখছেন না কথা বলছি। খুব তাড়া আপনাদের।' এদিন দলীয় (TMC) কর্মীদের অনুব্রতর নির্দেশ, 'মিঠুন চক্রবর্তীর পাল্টা সভা করতে হবে।' আগামি রবিবার বীরভূমে মিঠুন চক্রবর্তীর সভা রয়েছে। সেই সভার পাল্টা জনসভা আয়োজনে কর্মীদের নির্দেশ বীরভূম তৃণমূলের জেলা সভাপতির। বীরভূম থেকে এদিন জেলার তৃণমূল মুখপাত্র মলয় মুখোপাধ্যায়-সহ একাধিক নেতা হাজির ছিলেন আসানসোল আদালতে।

জানা গিয়েছে, শুক্রবার শুনানিতে জামিনের আবেদন করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবী। তাই আরও ১৪ দিন জেল হেফাজতে থাকবেন তৃণমূল নেতা। কেন জামিনের আবেদন করা হয়নি? এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, 'তাঁরা উচ্চ আদালতে জামিনের আবেদন করার প্রস্তুতি শুরু করেছে তাই এদিন আবেদন করা হয়নি। পাশাপাশি সিবিআইকে একাধিক নথি সরবারহ করতে কোর্ট অর্ডার দেওয়া হয়েছিল। যে নথির উপর ভিত্তি করে চার্জশিট দিয়েছে সিবিআই। সেই নথি চেয়ে পাঠানো হয়েছে।'

অনুব্রত মণ্ডলের সঙ্গে ঠিক কী কথা হয়েছে নেতা-কর্মীদের। এই বিষয়ে তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় বলেন, 'সবাইকে একসঙ্গে কাজ করতে বলেছেন। সংগঠন যেভাবে চলছিল, সেভাবে যাতে চলে, সংগঠন যেভাবে উনি সাজিয়েছেন, সেভাবে কাজ করতে আমাদের নির্দেশ দেন অনুব্রত মণ্ডল।' তিনি জানান, 'যেহেতু অনুব্রত মণ্ডল নেই, কোথাও সুকান্ত মজুমদার আসছেন, কোথাও মিঠুন চক্রবর্তী আসছেন। সেখানে সেখানে পাল্টা সভা করার নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডল।'


Follow us on :