LATEST NEWS
28 May, 2023

Mela: মেলায় অসামাজিক কাজ বন্ধে গিয়ে আক্রান্ত পুলিস, লাভপুরে দুষ্কৃতীদের বোমাবাজি
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০১-১৮ ১৩:১০:৪২   Share:   

বীরভূম (Birbhum) লাভপুরের দরবারপুরে পুলিসকে লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমাবাজি (Bombing)। একটি মেলাকে ঘিরে এই উত্তেজনা, এমনটাই পুলিস সূত্রে খবর। দরবারপুর থানার আধিকারিক পার্থসারথী সাহার নেতৃত্বে পুলিসের (Police) একটি দল মেলায় অভিযানে যায়। তাঁদের কাছে খবর ছিল মেলায় অসামাজিক কাজকর্ম চলছে। তাই পুলিসের উপস্থিতি দেখে মেলায় জমায়েত করা দুষ্কৃতীরা পুলিসের উদ্দেশে বোমা ছোড়ে। এই বোমাবাজিতে আহত এক পুলিসকর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের মনে প্রশ্ন, এভাবে পুলিসকে উদ্দেশ্য করে বোমাবাজি করলে নাগরিক নিরাপত্তা কোথায়? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে পুলিসি ভূমিকা নিয়েও। অতীতেও বালি খাদানের দখলদারি ঘিরে এই দরবারপুরে বোমাবাজির ঘটনায় প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় মেলায় স্টল দেওয়া স্থানীয় এক দোকানদার জানান, 'বোমাবাজির শব্দ শুনে ভয়ে দোকান বন্ধ করে পালাই। তারপর কী হয়েছে জানি না।' 

Ad code goes here

তবে এই ঘটনায় পুলিসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :