ব্রেকিং নিউজ
Andhra-Police-arrests-a-inter-state-drug-smuggle-from-Kharagpur-West-Bengal
Drug: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের হদিশ খড়গপুর! অন্ধ্র পুলিসের অভিযানে ধৃত এক

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2023-02-04 20:18:41


খড়গপুরে আন্তঃরাজ্য মাদক চক্রের হদিশ। মাদক পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিশাখাপত্তনম পুলিস। জানা গিয়েছে, জানুয়ারি মাসের ২৩ তারিখ বিশাখাপত্তনমের একটি রেস্তোরাঁ থেকে চার মাদক সেবনকারীকে গ্রেফতার করে বিশাখাপত্তনম পুলিসের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা। তাদের থেকে উদ্ধার হয় ৯৪ অ্যাম্পিউল নিষিদ্ধ মাদক। তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ মিলেছে মাদক সরবরাহকারীর। 

বিশাখাপত্তনম পুলিস জানতে পারে, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সরবরাহ করা হয় খড়গপুর শহর থেকে। নাম উঠে আসে খড়গপুর শহরের একটি ওষুধ দোকানের মালিকের ছেলের। এরপরই রেল শহরের মালঞ্চ এলাকায় বৃহস্পতিবার হানা দেয় পুলিস। গ্রেফতার করা হয় অনুপম অধিকারী নামে ওই ব্যক্তিকে। শুক্রবার দুপুরে ধৃতকে খড়গপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এরপর ট্রানজিট রিমান্ডে ধৃতকে বিশাখাপত্তনম নিয়ে যায় স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা।

জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। NDPS আইনেও মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, ধৃত এই ব্যক্তির সঙ্গে আন্তর্জাতিক মাদকচক্রেরও যোগ থাকতে পারে। 

আইনজীবীর মতানুসারে, ধৃত অনুপম অধিকারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।     






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন