২৬ এপ্রিল, ২০২৪

Elephant: মাহুতকে ফেলে আলিপুরদুয়ারের বস্তিতে হাতির তাণ্ডব! নষ্ট কপি-আলুর ক্ষেত, ঘর-বাড়ি
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-21 15:45:25   Share:   

আলিপুরদুয়ারে হাতির হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি এবং ক্ষেতের একাংশ। বুনো হাতির পর কুনকি হাতি, একের পর এক হাতির হামলায় নাজেহাল আলিপুরদুয়ারের মানুষ। ঘটনাটি আলিপুরদুয়ারের চিলাপাতা রেঞ্জের কুরমাই বস্তির ঘটনা। শুক্রবার গভীর জঙ্গলে কুনকি হাতি রঙ্গলালকে নিয়ে তার মাহুত জঙ্গলে খাবার সংগ্রহে যায়। ঠিক সেইসময় রঙ্গলাল মাহুতকে পিঠের উপর থেকে ফেলে পালায়। মাহুত অনেক খোঁজাখুজি করলে তাকে খুঁজে না পাওয়ায় শেষে বাড়ি ফিরে আসেন।

বন দফতর সূত্রে খবর, এরপর রাতের বেলায় কুরমাই বস্তিতে হামলা চালায় রঙ্গলাল। হামলার ফলে কপি ও আলুর খেত নষ্ট হয়েছে বলে অভিযোগ। এছাড়া রাজেন রাভা ও তার আশেপাশের বাড়িগুলি বেশ ক্ষতিগ্রস্ত। হাতির হামলায় রাজেন রাভার বাড়ির দরজা ও বারান্দা ভেঙেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সময় বন দফতর ও হাতি তাড়ানোর দলকে খবর দিলে তারা কেউই আসেনি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মাহুত তার হাতিকে ফিরিয়ে নিয়ে যান।

অভিযোগ, সময়মতো বন দফতর আসলে এই ধরনের ঘটনা ঘটত না। তারা আগেও অনেকবার অভিযোগ করেছে বন দফতরের কাছে। কিন্তু তাতেও কোনো সুরাহা মেলেনি।


Follow us on :