২০ এপ্রিল, ২০২৪

Smuggling: মলদ্বারের ভিতর সোনা লুকিয়ে পাচারের চেষ্টা, সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার ১
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-28 14:07:32   Share:   

একটু আশ্চর্জনক ভাবে এক ব্যক্তিকে, সাইকেলে চেপে সীমান্তের (Border) চেকপোস্টের দিকে আসতে দেখে সন্দেহ হয় সীমান্তরক্ষী বাহিনীর (BSF)। সাইকেল থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তারপরেই ঘন হয় রহস্য। রহস্য ঘন হতেই সীমান্তরক্ষীদের দলে থাকা এক আধিকারিক তাকে ওই স্থানেই হেঁটে দেখাতে বলেন, তখনিই কিছুটা অস্বাভাবিক ভাবেই হাঁটতে দেখে ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তাঁর মলদ্বার থেকে ১২টি সোনার বিস্কুট উদ্ধার করে আধিকারিকরা। সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মইনুর খান।

সূত্রের খবর, সীমান্তরক্ষীর ১১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে ১২ টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। ওই বাহিনীর কমান্ড্যান্ট জানিয়েছেন, ওই অভিযুক্ত পাচারের উদ্দেশ্যেই সোনাগুলি নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া ১২টি সোনার বিস্কুটের ওজন ১ কেজি ৩৯৭ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৮৭ লক্ষ টাকা। এরপর সোনার বিস্কুট সহ তাঁকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেন জওয়ানরা। ইতিমধ্যেই সীমান্তরক্ষী বাহিনীর ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান এবং তেতুলিয়া শুল্ক আধিকারিকরা তদন্ত শুরু করেছে। এই পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচারকারীর কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।


Follow us on :