০৫ অক্টোবর, ২০২৩

Kidnap: নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার এক সেনা কর্মী!
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার এক সেনা কর্মী। চাঞ্চল্যকর এই ঘটনাটি উত্তর ২৪ পরগণার হাবরা থানার লক্ষীপুর এলাকার। জানা যায়, চলতি মাসের ২ তারিখ লক্ষীপুর এলাকার এক নাবালিকার বাবা হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম এলাকার সেনাবাহিনীতে কর্মরত সেনা জওয়ান মোহম্মদ মুখসিফ মিয়ার বিরুদ্ধে। তাঁর অভিযোগ, নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে অপহরণ করেছে মুখসিফ মিয়া।

অভিযোগ পেয়েই তদন্তে নামে হাবরা থানার পুলিস। এরপর শনিবার রাতে হাবরা আশুতোষ কলোনি এলাকা থেকে উদ্ধার করা হয় ওই নাবালিকাকে। পাশাপাশি গ্রেফতার করা হয় সেনাবাহিনীতে কর্মরত জওয়ানকেও।

পুলিস সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্তর বিরুদ্ধে ৩৬৩, ৩৬৫ ধারায় মামলার রুজু করেছে পুলিস। সেদিন পুলিসি হেফাজত চেয়ে রবিবার বারাসাত আদালতে পেশ করা হয় ধৃতকে। পুলিস সূত্রে আরও খবর, সেনাবাহিনীতে কর্মরত সেনা জওয়ান বিবাহিত। ঘটনার তদন্তে পুলিস।


Follow us on :