১৬ এপ্রিল, ২০২৪

Siliguri: মর্মান্তিক! এনজেপি স্টেশনে হাইটেনশন তারে বিদ্যুৎপৃষ্ট, মৃত এক জওয়ান
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-19 18:33:14   Share:   

রেল স্টেশনে ওভারহেড তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক সেনা জওয়ানের (Army Died)। পাশাপাশি আহত আরও চার সেনা। ঘটনাটি নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে (NJP Accident)। ঘটনার পরই গোটা রেল স্টেশন ঘিরে ফেলেন সেনা জওয়ানরা। রেল সূত্রের খবর, বছর ৩৪-এর মেহেতা মনিষ নামে ওই জওয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocution Death) হওয়ার পরেই দ্রুত উদ্ধার করে নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই হাসপাতালে উপস্থিত হন উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের এডিআরএম ও সেনার উচ্চপদস্থ আধিকারিকরা। যদিও ওই ঘটনায় মুখ খোলেননি সেনা আধিকারিকরা।

এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, '৮ নম্বর লাইনে সেনার বিশেষ ট্রেনটি দাঁড়িয়ে থাকার সময় ঘটনাটি ঘটেছে। ট্রেনে থাকা  ট্যাঙ্কারে জল মাপতে গিয়ে ওভার হেড তারের সংযোগে চলে আসেন ওই জওয়ান। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর।' আরপিএফ-র কাটিহার ডিভিশনের অতিরিক্ত কমান্ডান্ট আরকে ফারুখ জানান, ওই জওয়ানকে নিউ জলপাইগুড়ি রেল হাসপাতালে পাঠানো হয়েছিল।

এনজেপি রেল কর্তৃপক্ষ সূত্রের খবর, এদিন সকালে ৫ নম্বর ইয়ার্ডে দাঁড়িয়েছিল সেনার বিশেষ ট্রেন৷ জলপাইগুড়ির বিন্নাবাড়ির সেনা ছাউনি থেকে ট্রেনটি গুজরাটে পোখরানের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটি রাজস্থানের জয়সলমীরের ভারাদিয়া লাথি স্টেশন পর্যন্ত যেতো। সেখান থেকে সড়কপথে সেনারা পোখরানে যেতেন। ট্রেনে ছিলেন ভারতীয় সেনার 'রকেট ইউনিট'-এর জওয়ানরা।


Follow us on :