পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস! যার জেরে তাপমাত্রা (Temperature) বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া (Weather) দফতর। কিন্তু বৃহস্পতিবার সকালে কলকাতা-সহ (Kolkata) বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা বুধবার তুলনায় এক ডিগ্রির বেশি কমেছে। আপাতত সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল মৌসম ভবন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কুয়াশার আধিক্য থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর পরের দু'দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরের ২ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আপাতত আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা ও আশপাশের এলাকায় সকালের দিকে কুয়াশা থাকলেও আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বুধবার এই তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।